Part 2

7 0 0
                                    



যন্ত্রণা 

Part 2




আমি রাইয়ান। ভালো নাম মাসুম বিল্লাহ রাইয়ান।পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এ রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে। বাবা-মা আর এক বোন আর এক ভাই নিয়ে আমার পরিবার। থাকি চট্টগ্রাম এর হালি শহরে।বোন এর নাম সিদ্রাতুল মুনতাহা। মেডিকেল কলেজের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আর ছোট ভাই মাসুদ বিল্লাহ ফারহান। এবার দশম শ্রেণির ছাত্র। আমি আমার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আকাশটা বেশ ভালো লাগে দেখতে। বাড়ির সামনে উঠনের মতো রাস্তা, তারপরেই দিঘি। দিঘির দুই পাশ দিয়ে রাস্তা গিয়েছে। দিঘির অপর পাড়ে আছে বড়ো রাস্তা। তাই সামনে কোনো বড় দালান নেই যা আকাশ এর সৌন্দর্য্য কে বাধা দেবে। কিন্তু এই মুহূর্তে আমি আকাশ দেখছি না।দেখছি ১৫ বছর বয়সী একটা মেয়েকে, যে কিনা শাড়ি পরে মুগ্ধ দৃষ্টিতে আকাশ দেখছে এবং সে নিজেকে কারো আবেগ বলে পরিচয় দিচ্ছে। নিশ্চয় সে মজা করছে, আমার সাথে ঠাট্টা করতে চাচ্ছে। 

"না, আমি মজা করছি না। আপনি বরং নাস্তা খেয়ে আসুন। আপনার বোন অপেক্ষা করছে। "


অদ্ভুত বিরক্তি তার মুখে। 


নাস্তা খেতে এসে দেখি সিদ্রা জীববিজ্ঞান বই হাতে পড়ছে। পড়ুয়া মেয়ে সিদ্রা ।নিশ্চয় কোনো মেডিকেলে হবে । কিন্তু টেবিলে সবাই স্বাভাবিক । কোনো মজা করার উদ্দেশ্যে যে ধরনের আবহাওয়ার তৈরী হয় তার ছিটেফোটা নেই । কি করে বুঝলাম ? কারণ এটা আমার পরিবার । এখানে খুব সহজে কেউ মজা-ঠাট্টা করে না । করলেও তা বোঝা যায় । আমিও খুব স্বাভাবিকভাবে নাস্তা করলাম , সবার অবস্থা পর্যবেক্ষণ করলাম । না , কোনো অস্বাভাবিকতা নেই । হুট করে সিদ্রাকে প্রশ্ন করলাম,

"আচ্ছা , আমাদের অলিন্দ্রীয়া নামে কোনো আত্মীয় আছে ?"

সিদ্রা বিরক্তমুখে বই থেকে মুখ তুলল , 

" কেন রে ?"

" এমনি, আছে কিনা বল ?" 

"এমন কোনো নাম আমাদের পরিবারে থাকা তো দূরের কথা , কেউ রাখতে পারে বলে মনে হয় না ।"

" তাহলে লিয়া?"

এই প্রশ্নটা করে নিজেকে খুব বোকা মনে হল । সিদ্রা সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকাল । 

" ভাইয়া , তোর কি হয়েছে ? তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস ?"

যে সন্দেহ করেছিলাম , ঠিক তাই বের হলো । সিদ্রা উল্টোপাল্টা সন্দেহ শুরু করল ।

" না, পাগল তুই ?"

" না, তুই যে এমন কিছুতে জড়াবিনা তা আমি জানি । কিন্তু সকালবেলায় একটা মেয়ের কথা জিজ্ঞেস করলি, এখন আবার। তাই আরকি? "


এসব শোনার পর আর কিছু বলার থাকে না। চুপচাপ নাস্তা খেয়ে রুমে এসে পরলাম। রুমে এসে দেখি কেউ নেই, বারান্দায়ও কেউ নেই। 


তাহলে যাকে আমি জীবনে দেখলাম না, সেটাও কি হ্যালুসিয়েশন হতে পারে? 



চলবে,,,,,,,,,,,,,, 

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 10, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

যন্ত্রণাWhere stories live. Discover now